প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ১:২
জয়পুরহাট র্যাব-৫ এর অভিযানে ৭২ বোতল ফেনসিডিলসহ মশিকুল ইসলাম(২২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
বুধবার দুপুর (৬ এপ্রিল) দিনাজপুরের হাকিমপুর হইতে বিরামপুর গামী রাস্তার পশ্চিমে বড়চড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি উক্ত আসামি নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা দায়ের করা হয়েছে।