প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ১:৫১
কুমিল্লার দেবীদ্বারে নাগরিকদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে নিয়ে দেবীদ্বার মেডিকমপ্লেক্স ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন খোকন'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়ামিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও কলামিস্ট সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেন, সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান আব্দুল আলীম, সততা ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ সোহাগ রানা সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, দেবীদ্বারে মেডিকমপ্লেক্স ডায়াগনস্টিক সেন্টার'র ব্যাবস্থাপনা পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম রুবেল, চেয়ারম্যান মোঃ শাহআলম, অর্থ পরিচালক মোঃ আবু তাহের, মোশাররফ হোসেন, কবির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা আমির হোসেন আশরাফী