প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০:৯
সাভার পৌরসভা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৬ একর জমি উদ্ধারে এলাকাবাসির বাঁধার মুখে পড়তে হয়েছে ভ্রাম্যমান আদালতের। সেই বাঁধা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ।
বুধবার (৩০মার্চ) সকাল ১১ টার দিকে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় এ অভিযান পরিচালনা করে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।
এ সময় স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযান বন্ধে প্রতিবাদ করতে গিয়ে সমবেত হয়ে বিক্ষোভ করার চেষ্টা করে। এছাড়া উচ্ছেদ আটকাতে গিয়েও গায়ে পেট্রোল ঢেলে শরীরে আগুন দেওয়ার চেষ্টা করে এক যুবক। তবে এতোসব কিছুর পরেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে অবৈধ স্থাপনাগুলো ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে।
এ সময় স্থানীয়রা জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৫.৮৭ একর জমির উপর নির্মিত প্রায় দুই শতাধিক স্থাপনা ও বাড়িঘর উচ্ছেদের বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্বেও অবৈধভাবে আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ড একটি আদেশ জারি করে আজকের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। তারা দুই শতাধীক পরিবার এ উচ্ছেদ অভিযান বন্ধের জোর দাবী জানান৷
এদিকে জানা গেছে পানি উন্নয়ন বোর্ডের এই উচ্ছেদ অভিযান বন্ধ করতে স্থানীয় একটি চক্র এলাকাবাসীর কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
উচ্ছেদ অভিযানের বিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডকৃত জমি উদ্ধারের আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত কয়দিন থেকেই দখলদারদের সড়ে যেতে মাইকিং করা হয়েছে।
এবিষয়ে পৌরসভা আমাদেরকে বোলড্রোজার এবং লোকবল দিয়ে সহযোগীতা করছে। এছাড়া পুলিশ প্রশাসনক আমাদের সাথে রয়েছে। যতখন পর্যন্ত আমাদের অবৈধ দখলদার সরাতে না পারছি ততখন অভিযান অব্যাহত থাকবে।