প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২:২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে কাস্টমস অফিস ঘেরাও সহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।
জানা গেছে, ভূরুঙ্গামারীর জয়মনিরহাট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক গত ২০ জানুয়ারি মূসক নিবন্ধন গ্রহণপূর্বক যথাসময়ে মূল্য সংযোজন কর পরিশোধ করার জন্য ব্যবসায়ীদের একটি নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মূসক নিবন্ধন গ্রহনের জন্য রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। যে সমস্ত ব্যবসায়ী নির্ধারিত সময়ে যোগাযোগ করতে ব্যর্থ হন রাজস্ব কর্মকর্তা তাদের প্রতিষ্ঠানে গিয়ে মালামালের হিসাব খাতা, ক্যাশ ম্যামো সহ দৈনন্দিন ক্রয়-বিক্রয়ের হিসাব খাতা তার অফিসে নিয়ে আসেন। এরই ধারাবাহিকতা সোমবার দুপুরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া একটি সেমাই কারখানা মালিক আব্দুল কাদেরকে খাতাপত্র সহ অফিসে ডেকে পাঠান রাজস্ব কর্মকর্তা। তার বিরুদ্ধে আব্দুল কাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
শারীরিক ভাবে লাঞ্ছিতে শিকার আব্দুল কাদের জানান, রাজস্ব কর্মকর্তা আমার প্রতিষ্ঠানের খাতাপত্র নিয়ে যায় এবং আমাকে তার অফিসে গিয়ে খাতা পত্র আনতে বলে। খাতাপত্র আনতে গেলে আমাকে ও আমার ভাই শাহজালালকে ওই অফিসের লোকজন মারধর করে।
রাজস্ব কর্মকর্তা এক ব্যবসায়ীকে শারিরীক ভাবে লাঞ্ছিত করেছে এই খবর ব্যবসায়ীদের নিকট পৌছলে ব্যবসায়ীরা দুপুরে জয়মনিহাটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস ঘেরাও করে। পরে বিকেলে ভূরুঙ্গামারী বাজারের সকল দোকানপাট বন্ধ করে জামতলা মোড়ে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে। অবরোধ শেষে তারা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যায় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ করে। এসময় তারা অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা ওমর ফারুককে ২৪ ঘন্টার মধ্যে অপসারনের দাবি জানায়।
রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক ব্যবসায়ীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করে জানান, আব্দুল কাদেরের নেতৃত্বে কিছু ভাড়াটে শ্রমিক কাস্টমস অফিসে হামলা চালায়। এসময় বাদা দিতে গেলে অফিসের কর্মচারী মাইদুল হককে তারা মারপিট করে। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী বনিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী, ব্যবসায়ী নেতা তাইফুর রহমান মুকুল ও শাহা আলম প্রমুখ।
ভূরুঙ্গামারী বনিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী জানান, ব্যবসায়ীকে লাঞ্ছিত করার বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে ব্যবসায়ীদের হয়রানির বিচার চাওয়া হয়েছে। অনতিবিলম্বে আমরা ব্যবসায়ী নির্যাতনকারী রাজস্ব কর্মকর্তা ওমর ফারুকের অপসারন চাই।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, বনিক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানি করার একটি অভিযোগ পাওয়া গেছে।