
বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের মানববন্ধন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০:৫

নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করাসহ ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদ। রবিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূটি পালন করা হয়। বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী মোঃ হারুন বিশ্বাসসহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আমাদের এই অঞ্চলে যাতায়াতের অন্যতম বাহন হচ্ছে নৌ-পরিবহণ । আমরা লক্ষ্য করছি এই খাতে অনেক অত্যাধুনিক যান যুক্ত হলেও সেবার মান বৃদ্ধিতে হয়নি বরং তার অবনতি হয়েছে। সাম্প্রতিক সময়ে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডসহ আরও কিছু ঘটনা তার জলন্ত প্রমাণ। এসময় বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের পক্ষ থেকে ১২ দফা দাবির কথা তুলে ধরা হয়।

দাবিগুলো হলো ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড ও বিমান বন্দরের মতো নৌ-পরিবহন টার্মিনালের ইজারা প্রথা বাতিল করে টার্মিনাল টোল আদায় বন্ধ করা, নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া কার্যকর করা; নৌ-পরিবহনে ভ্রমণকারী শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়া; নৌ-পরিবহনে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহণ করা বন্ধ করা; প্রতিটি নৌ-পরিবহনে পর্যাপ্ত বয়া, লাইফজ্যাকেটসহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি নৌ-পরিবহনের স্টাফদের অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেয়া; অবিলম্বে নৌ-পরিবহনে যাত্রী বীমা চালু করা; প্রতিটি লঞ্চের ইঞ্জিন রুমের পাশ থেকে খাবার হোটেল / কেন্টিন সরিয়ে নেয়া; দক্ষ মাস্টার, সুকানি ও গ্রীজার নিয়োগ দেয়া এবং ফিটনেসবিহীন নৌ-যান সার্ভিস থেকে সরিয়ে নেয়া; লঞ্চ ও স্টিমারের চা দোকান ও কেন্টিনে অতিরিক্ত দাম না নেয়া; নৌ-যান কর্মচারী ও ঘাট শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানি / হেনস্তা অবিলম্বে বন্ধ করা; নৌ-যানে ভ্রমণকালিন সময়ে যাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং অজ্ঞান পার্টি, মলমপার্টিসহ অন্য কোন প্রকার যাত্রী প্রতারণার দায় ও ক্ষয়-ক্ষতি নৌ-যান কর্তৃপক্ষকে নেয়া; ঢাকা-বরিশাল-খুলনা রুটে পূর্বের ন্যায় সপ্তাহে ৭ দিন স্টিমার/অত্যাধুনিক দ্রুতগতি সম্পন্ন নৌ-যান চালু করা।
যাত্রীদের স্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানান বক্তারা।


