https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের মানববন্ধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০:৫

শেয়ার করুনঃ
বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের মানববন্ধন

নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করাসহ ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদ। রবিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূটি পালন করা হয়। বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে  বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী মোঃ হারুন বিশ্বাসসহ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আমাদের এই অঞ্চলে যাতায়াতের অন্যতম বাহন হচ্ছে নৌ-পরিবহণ । আমরা লক্ষ্য করছি এই খাতে অনেক অত্যাধুনিক যান যুক্ত হলেও সেবার মান বৃদ্ধিতে হয়নি বরং তার অবনতি হয়েছে। সাম্প্রতিক সময়ে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডসহ আরও কিছু ঘটনা তার জলন্ত প্রমাণ। এসময় বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের পক্ষ থেকে ১২ দফা দাবির কথা তুলে ধরা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দাবিগুলো হলো ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড ও বিমান বন্দরের মতো নৌ-পরিবহন টার্মিনালের ইজারা প্রথা বাতিল করে টার্মিনাল টোল আদায় বন্ধ করা, নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া কার্যকর করা; নৌ-পরিবহনে ভ্রমণকারী শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়া; নৌ-পরিবহনে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহণ করা বন্ধ করা; প্রতিটি নৌ-পরিবহনে পর্যাপ্ত বয়া, লাইফজ্যাকেটসহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি নৌ-পরিবহনের স্টাফদের অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেয়া; অবিলম্বে নৌ-পরিবহনে যাত্রী বীমা চালু করা; প্রতিটি লঞ্চের ইঞ্জিন রুমের পাশ থেকে খাবার হোটেল / কেন্টিন সরিয়ে নেয়া; দক্ষ মাস্টার, সুকানি ও গ্রীজার নিয়োগ দেয়া এবং ফিটনেসবিহীন নৌ-যান সার্ভিস থেকে সরিয়ে নেয়া; লঞ্চ ও স্টিমারের চা দোকান ও কেন্টিনে অতিরিক্ত দাম না নেয়া; নৌ-যান কর্মচারী ও ঘাট শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানি / হেনস্তা অবিলম্বে বন্ধ করা; নৌ-যানে ভ্রমণকালিন সময়ে যাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং অজ্ঞান পার্টি, মলমপার্টিসহ অন্য কোন প্রকার যাত্রী প্রতারণার দায় ও ক্ষয়-ক্ষতি নৌ-যান কর্তৃপক্ষকে নেয়া; ঢাকা-বরিশাল-খুলনা রুটে পূর্বের ন্যায় সপ্তাহে ৭ দিন স্টিমার/অত্যাধুনিক দ্রুতগতি সম্পন্ন নৌ-যান চালু করা।

যাত্রীদের স্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানান বক্তারা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।   এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো. এহসানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা

রূপসী নওগাঁর ঈদ উপহার পেলেন শতাধিক পরিবার

রূপসী নওগাঁর ঈদ উপহার পেলেন শতাধিক পরিবার

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে একশত দশটি পরিবারকে ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ। বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে লাচ্ছা সেমাই, চিনি, সুগন্ধি চাল, গুঁড়া দুধ ও তৈল বিতরণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই তারা ঈদসহ বিভিন্ন উৎসবে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা

ইফতার মাহফিলে সামসুজ্জোহা খান: ভোটের মাধ্যমে সরকার চাই

ইফতার মাহফিলে সামসুজ্জোহা খান: ভোটের মাধ্যমে সরকার চাই

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজ মাঠে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনা করা হয়। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এসব বিতরণ করা হয়। উপজেলার দশ ইউনিয়নের ৪০০ জন কৃষককে এসব উপকরণ দেয়া হয়। প্রত্যেক কৃষক ৫ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ এবং ১০

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের লাম্বাদড়াল হাওর এলাকায় দুই বর্গাচাষি কৃষকের প্রায় ৯৮০ শতাংশ (৩৫ খের) জমির বোরো ধান বিষাক্ত কীটনাশক স্প্রে করে নষ্ট করা হয়েছে। এতে কৃষক মো. রুবেল মিয়া ও আমজদ আলীর স্বপ্ন ভেঙে গেছে। কৃষকরা জানিয়েছেন, তারা এই জমিতে বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন এবং এতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল। তবে দুর্বৃত্তদের এই আক্রমণ তাদের