প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৩
‘দক্ষিনা পবন ডাকে আও সখি আও, মন রাঙিয়ে যাওগো সবে মন রাঙিয়ে যাও’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুমিল্লার দেবীদ্বার শিশু পরিবারে দৃষ্টান্ত ফাউন্ডেশন'র আয়োজনে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার রাতে দেবীদ্বার সরকারি শিশু পরিবারে অনুষ্ঠিত হয়েছে।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাব-রেজিস্ট্রার মুজাম্মেল হক তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক কবির আহম্মেদ, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, পৌর যুবলীগগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম সুমন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক হুরবানু বাশার পলি, ডা. শাহিন আলম, দেবীদ্বার সাব-রেজিস্ট্রার অফিসের সহকারি শিরিন আক্তার, মহিলা আওয়ামীলীগ নেত্রী মিসেস শামছুন নাহার বাবুল, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, সাংবাদিক শফিউল আলম রাজীব, সাংবাদিক মোঃ সোহাগ রানা সোহেল, কাউসার আহাম্মেদ, জয়দেব কুমার দত্ত, রাসেল আহম্মদ চৌধুরী, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম সজিবসহ আরো অনেকে।
অনুষ্ঠানে দেবীদ্বার শিল্পকলা একাডেমির সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন। পরে হাঁসের মাংস দিয়ে শিশু-কিশোরদের রাতের ভোজন করানো হয়।