প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০:৪
ভালোবাসা দিবস বর্জন করে মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন নিখিল বাংলা চির কুমার সংঘ। তারা এই দিবস পালনের নামে নোংরামি বন্ধের দাবি জানিয়েছেন তারা। নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলেই সর্বনাশ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে র্যালি ও আলোচনা সভা করেছে চির কুমার সংঘের সদস্যরা।
এদিন দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিখিল বাংলা চির কুমার সংঘের সভাপতি রাকিব হোসাইনের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমগ্র বিশ্বে ভালোবাসা দিবস নামের একটা ঘৃণ্য ও নষ্ট দিনকে আমরা প্রত্যাখ্যান করেছি।প্রেম রোগে আসক্তদের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, প্রত্যেক নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে এসব ঘৃণ্য কর্মকা- প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রেম, ভালোবাসার নামে চুলকানি ও সুড়সুড়ি থেকে বিরত থেকে সবাইকে চিরকুমার সংঘের ছায়াতলে আসার জন্য আহ্বান জানাই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আসিফুর রহমান আসিফ, মো. মাসুম, লিয়াকত মোর্সেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।