প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২২, ৩:১৯
আগামী ৭ই ফেব্রুয়ারী কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫ টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষ্যে আজ ৫ই ফেব্রুয়ারি রাত ৮টার পর থেকে উপজেলার ১৫ ইউনিয়নে বহিরাগত দমনের লক্ষ্যে চলছে পুলিশের বিশেষ অভিযান।
ইতিমধ্যেই দেবীদ্বার থানা পুলিশ বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে তাদের কার্যক্রম শুরু করেছেন। একই সাথে নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতার অভিযান শুরু করতে যাচ্ছে দেবীদ্বার থানা পুলিশ ও প্রশাসন।
এমতাবস্থায় বহিরাগত কোনো ব্যক্তি (এক ইউনিয়নের লোক অন্য ইউনিয়নে, কিংবা অন্য কোনো জেলা বা উপজেলা থেকে আগত আত্মীয়স্বজন) দ্রুত নির্বাচনী এলাকা পরিত্যাগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
এবিষয়ে দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান জানান, আগামী ৭ফেব্রুয়ারি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫টি ইউপি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে এবং এলাকায় যেন কোন বহিরাগত প্রবেশ করতে না পারে। ভোটাররা যেন নির্বিঘ্নে নির্ধিদায় ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যে ভোটার এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে।