প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ২২:৩৫
কুমিল্লার দেবীদ্বারে আগামী ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৫ টি ইউপি’র চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে দেবীদ্বার অফিসার্স ক্লাব জিমনেসিয়াম হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক উন-নবী তালুকদার’র সভাপতিত্বে এবং লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সৈয়দা সাদিকা সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহাম্মেদ পিপিএম (বার), কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার সার্কেল) মোঃ আমিরুল্লাহ। দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান সহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, আচরণবিধি লঙ্ঘনকারী কাউকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সবটুকু ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারী উৎসবমুখর পরিবেশে আপনাদের কর্মী-সমর্থকদের নিয়ে সুন্দর একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপহার দিবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা।