
ধামইরহাটে খেলনা ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগ

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০:১

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর ধামইরহাটের খেলনা ইউনিয়নে মৃত ও বিদেশে অবস্থানরতদের ভোট কাস্টিং, অনিয়ম ও জাল ভোটসহ বিভিন্ন অভিযোগের প্রক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপূরে ঢাকা নির্বাচন অফিস থেকে নওগাঁ জেলা নির্বাচন অফিসে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
নওগাঁর জেলা নির্বাচন কর্মকর্তা মাহম্মুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধামইরহাটের খেলনা ইউনিয়নে ইউপি নির্বাচনে অনিয়ম ও জাল ভোটসহ বিভিন্ন অভিযোগের প্রক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সভাপতি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে (তাঁকে) সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশণা দেওয়া হয়েছে।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও জাল ভোটসহ বিভিন্ন অনিময়ের মাধ্যমে কৌশলে নৌকার প্রতীকের প্রার্থীকে নির্বাচনে পরাজিত করা হয়েছে এমন অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী নাজমুল হোসেন পুনরায় ভোট গণনার দাবিতে ২৮ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।

সর্বশেষ সংবাদ
