প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ২২:৫০
আশুগঞ্জ ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ হবে। কেউ সহিংসতায় জড়িয়ে পরবেন না। ভোট কেন্দ্রে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে আমরা কঠিন ব্যবস্থা নিব। তিনি আরো বলেন-আপনাদের ভোট আপনারা দিবেন। যাকে খুশি তাকে দিবেন। কোন সমস্যা হবে না,হতে দিব না।
আমরা সুষ্ঠ নির্বাচন দিয়ে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগীতা করব। এ জন্য সকলের সহযোগীতা কামনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল-সার্কেল) এর এএসপি মো.আনিছুর রহমান।
আজ মঙ্গলবার(৪ জানুয়ারি) সকালে তিনি আগামীকাল ৫ জানুয়ারী অনুষ্টিতব্য আশুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন- উপলক্ষে সাংবাদিকদের সাথে এ কথা বলেনব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় (৫ জানুয়ারি )৫ম ধাপে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এএসপি মো.আনিছুর রহমান বলেন, প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের মাধ্যমে ব্যাপক কার্যক্রম নেওয়া হয়েছে।সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে,ভোট কেন্দ্রে ভোটাররা উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট প্রদানের লক্ষে, পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে আছেন। আগামীকাল ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রয়োগ করবেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল-সার্কেল) এএসপি মো.আনিছুর রহমান উপরোক্ত কথাগুলো বললেন।
এদিকে আশুগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনকে ঘিরেআইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব বিজিবি টহল থাকবে।