প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১:১১
পদ্মা নদীর আলাইপুর ঘাটে বাবু নামের এক জলের জালে ১৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মাছটি বিক্রয়ের জন্য নাটোরের লালপুর বাজারে আন হয়। এসময় মাছটি দেখতে ভীড় জমায় স্থানীয় উৎসুক জনতা।
জেলে বাবু জানান, ‘শুক্রবার সকালে পদ্মা নদীর আলাইপুর ঘাটে তার জালে ১৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়ে। মাছটি বিক্রয়ের জন্য লালপুর বাজারের সততা মৎস্য আড়তে নিয়ে আসলে ১৪ হাজার ৭শত ২০ টাকায় তিনি মাছটি বিক্রয় করেন।
পরে সততা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী আছিরুর ইসলাম মাছটি কেটে স্থানীয়দের মাঝে ১১শত টাকা কেজি দরে ১৭ হাজার ৬শত টাকায় বিক্রয় করেন।’