প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১:৩
ঢাকার ধামরাইয়ে চলন্ত সিএনজির ওপর গাছ পরে বৃষ্টি রানী ঘোষ (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার সানোরা ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি রানী ঘোষ (১৫) মানিকগঞ্জ সদর থানার কাটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম গ্রামের নিরঞ্জন ঘোষের মেয়ে।
পুলিশ জানায়, বিকেলের দিকে ডাক্তার দেখানোর জন্যে মহীশাষী মামার বাড়ি থেকে সিএনজিযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় সিএনজিটি খাগুরতা এলাকায় পৌঁছালে সড়কের পাশে কর্তনরত একটি গাছ সিএনজির ওপর পরে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়। এছাড়া সিএনজির আরও ৩-৪ জন আরোহী আহত হন। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদেরকে সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তালুকদার সজীব হাসান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহালের কাজ চলছে। এরপর ময়নাতদন্তের জন্যে মরদেহটি রাজধানীর শহীদ সোহরাঅয়ার্দি মেডিকেল হাসপাতালে পাঠানো হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।