প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০:২২
আগামীকাল বরিশালের ৩টি উপজেলায় ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার স্ব স্ব উপজেলা পরিষদ থেকে নির্বচানী সরঞ্জাম প্রদান করেছেন স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
দুপুর ১২টায় বরিশাল সদর উপজেলা পরিষদের হল রুম থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা সদর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনী সরঞ্জমাদী তুলে দেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে।
বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বলেন, ভোট গ্রহনের জন্য তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিুপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বরিশালে ১২টি ইউনিয়নে মোট ১১৪টি কেন্দ্র রয়েছে। চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন এবং সাধারন সদস্য পদে ৪১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আগৈলঝাড়া উপজেলায় ৫টি ইউনিয়নের সবগুলোতেই বীনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯২২ জন।
এদিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর, চাঁদপুরা, চরমোনাই এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠীতে নির্বাচনের আগ মুহুর্তে কিছুটা উত্তাপ বিরাজ করছে। চরমোনাই ব্যতিত অন্য সবজায়গায় আওয়ামীলীগের একাংশ নৌকার বিদ্রোহী ও বিপরীত প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে ও গোপনে কাজ করায় এ উত্তাপ বিরাজ করছে।