প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ৩:২০
ভোলার লালমোহনে ৪২ পিস ইয়াবাসহ মো. বাবলু (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে লালমোহন পৌর শহরের ৪ নং ওয়ার্ডের নয়ানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবলু ওই এলাকার মো. কামালের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের নির্দেশে এসআই মাহমুদুল হাসান ও নূরউদ্দিন সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।
এব্যাপারে লালমোহন থানার (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, আমাদের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় লালমোহন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।