
কলাপাড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ২৩:২৫
শেয়ার করুনঃ

কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মো.সাহাবুদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্ত’র জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। সাহাবুদ্দিন এলাকায় মৎস্য ব্যবসার সাথে জড়িত রয়েছে। সে নিজের বাড়ীর সামনে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ব্যবসায় দেনা হওয়ায় হতাশাগ্রস্থ থেকে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে এলাকার তথ্য থেকে বেড়িয়ে আসে। তবে পোষ্ট মর্টেম রির্পোটে মৃত্যুর কারন উদঘাটন হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

নিহত সাহাবুদ্দিনের স্ত্রী মোসা.নাজমা বেগম জানান, ব্যবসা নিয়ে কিছুদিন ধরে তার মধ্যে বিষন্নতা দেখা গেছে। সে কারনেই হয়তো সে গলায় ফাঁস দিয়েছে।

সর্বশেষ সংবাদ
