প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ২১:১৫
জয়পুরহাটের পাঁচবিবিতে সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে সমিতির কার্যক্রম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপেেজলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক আব্দুল মজিদ।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন,নওগাঁ জেলা সমবায় অফিসার ইমরান হোসেন,বন্ধন বহুমুখী সমবায় সমিতির সভাপতি শফিকুল আলম চৌধুরী বিপ্লব,বালিঘাটা বাজার বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ফকির,পল্লী মানব সেবা সংস্থার সভাপতি আমিনুর রহমান ও সাইফুল ইসলাম সাবু।