প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ২৩:২৮
রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু আর দুইজন নারী। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে তুরাগ নদীতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। লিমা খানম আরও জানান, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে নৌ-পুলিশের আমিনবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর শেখ জানান, বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় ডুবে যায়।