প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ১:৫
খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষ সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরতর আহত ৩ জনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।আহতরা হলেন, ফারুক (৫০) ইয়াছমিন বেগম (৩২) ও জিহাদ (১৩)। গত সোমবার ৪ অক্টোবর সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের সুলতান মিয়ারহাট ৬নং ওয়ার্ডে হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আহত ইয়াছমিন বেগম বলেন, আমার ছেলে জিহাদ ও প্রতিবেশি আলম হাওলাদারের ছেলে শামিম (১৮) এর সাথে খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে আলম হাওলাদার আমার সঙ্গে বাকবিতন্ডা করে। একপর্যায়ে আলম হাওলাদার ও তাঁর ছেলে শামিমসহ আরও ৭/৮ জন মিলে হামলা করে ফুলা জখম ও কুপিয়ে মারাত্মক আহত করে। আমার ডাক চিৎকারে ছেলে জিহাদ সহ স্থানীয় লোকজন ছুটে আসলে তাদেরকেও হামলা করে।তাদের হামলায় প্রতিবেশি জয়নাল আবেদিন ও আমার ছেলে গুরুতর আহত হয়।
এ হামলার ঘটনায় আলম হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাচ্চারা খেলাধুলা নিয়ে ঝগড়া করেছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে একটু বাকবিতন্ডা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় উভয় পক্ষ এসেছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।