প্রকাশ: ২ অক্টোবর ২০২১, ১৯:৫৩
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে সরাইলে প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’- এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আরিফুল হক মৃদুল। অনুষ্ঠানের আলোচনা সভার সভাপতি মো. আরিফুল হক মৃদুল বলেন, আমরা কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। টেকসই জাতীয় উন্নয়নের জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। উৎপাদন বৃদ্ধি পেলে অর্থনীতি সবল হবে। অর্থনীতি শক্তিশালী হলে পরনির্ভরশীলতা কমে যাবে। এতে দেশ দ্রুত উন্নত দেশে পরিণত হবে।
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান এর সঞ্চালনায় সভায় যারা উপস্থিত হয়ে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সাংবাদিক মো. শফিকুল ইসলাম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনসহ অন্যান্য অফিসের কর্মকর্তাগণ ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।।