প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ০:২২
টেকনাফের সমুদ্র সৈকতে ফুটবল খেলা শেষে সাগরে গোসল করতে নেমে আরাফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শাহীন নামে অপর এক শিশু মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্টে সৈকতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে টেকনাফের সাবরাং পুরান পাড়ার মুহিব উল্লাহর শিশুপুত্র আরাফাত বন্ধুদের সঙ্গে সাগরের পানিতে গোসল করতে নামে। এ সময় ভাটার টানে ডুবে যায় আরফাত ও তার বন্ধু মো. শাহীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে। পরে আরাফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ১৫-২০ জন বন্ধুসহ সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলার পর সমুদ্রে গোসল করতে নামে। এ সময় হঠাৎ আরফাতসহ দুজন পানিতে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। সেখানে আরফাতকে মৃত ঘোষনা করে চিকিৎসক।