প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৩
কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী মিটু সিকদার (২৫) কে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। উপজেলার টিয়াখালী ইউনিয়নে ঢালীবাড়ির সামনে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। আহত মিটু সিকদার উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের সেলিম সিকদারের ছেলে।
আহত মিটু সিকদার বলেন, পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম আমি ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছি। বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ করে শেষে বাড়ি যাওয়ার পথে ইমন তালুকদার, মিটু প্যাদা, ইমাম ফকির, নাইমুল সিকদার, নাহিদ গাজী সহ /৮১০ জন ছাত্রদল কর্মীরা হামলা করে। তিনি আরও বলেন, এসময় আমি দৌড়ে ঢালী বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ইমন তালুকদার, মিটু প্যাদা, নাইমুল সিকদার, নাহিদ গাজীকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।