
অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৯

পটুয়াখালীর মহিপুরে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত আটটার দিকে ধুলাসার ইউপির চর ধুলাসার এলাকার রামনাবাদ চ্যানেলের মোহানায় মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশকে স্থানীয়রা অবহিত করলে তারা গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। স্থারীয়দের ধারনা,এটি কোন জেলের লাশ হতে পারে। তবে অর্ধগলিত হওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত যুবকের মৃতদেহটি কোন জেলের। কারণ বর্তমানে লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এছাড়া জেলে নিখোঁজের তথ্যও তাদের কাছে রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি পরিচয় সনাক্ত করতে চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।



