প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০:৫৩
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করনে মতবিনিময় শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্য বিধি অনুসরন পূর্বক শ্রেনী পাঠদানের লক্ষ্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে এসব স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন।
এসময় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে আগত শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে মাস্ক পরিধান বাধ্যতা মূলক করতে বলেন। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে আইশোলেশন রুম নির্ধারণ করতে বলেন। সেখানে কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানে অসুস্থ হয়ে পড়লে ওই রুমে তার আলাদা ভাবে চিকিৎসার ব্যবস্হা করতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন ও প্রাথমিক এর সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা ৩৭ টি এবং ৪৬ টি প্রাথমিক বিদ্যালয়ের স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের হাতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক, শরীরের তাপমাত্রা ও অক্রিজেন মাপক যন্ত্র, লিকুইড হ্যান্ড ওয়াশ সাবান, বিতরণ করা হয়।