প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ০:৩৫
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৬) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পলাশগড় গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মাসুদুর রহমানের ছেলে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হাসান বলেন,দুপুরে গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে খেলার সময় সকলের অজান্তে বাড়ী পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়।দুপুরে ছেলেটির মা ছেলেকে বাড়ীতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।পরে পুকুরে তার পায়ের জুতা ভাসতে দেখেন।স্থানীয়রা পুকুর থেকে শিশুটির লাশ তোলে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।