প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ৪:১
দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ১৭ বোতল বিদেশী মদ ও ১কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল (বুধবার) সন্ধ্যায় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে (উপ-পরিদর্শক) মোঃ মাহবুবুর রহমান খাদেম এবং (সহকারী উপ-পরিদর্শক) মোঃ মশিউর রহমান ও মোঃ মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান চালিয়ে, দেবীদ্বার থানার ছোটশালঘর গ্রামের মোঃ সজিব প্রঃ মুসা(২৩)'র বসত ঘর তল্লাশি করে ১৭ বোতল বিদেশী মদ ও ১কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ছোটশালঘর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সজিব প্রঃ মুসা(২৩)কে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।