প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ২২:৩৪
জয়পুরহাটের পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলার শাখার আয়োজনে কেন্দ্রীয় বারোয়ারী মন্দির চত্বরে পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অধ্যাপক বাবু সুনীল রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
বক্তব্য রাখেন,থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব,বালিঘাটা ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, কমিশনার আব্দুল হান্নান রনি, পৌর শ্বশান কমিটির সভাপতি বাবু শ্যামল কুমার কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক বাবু পরিতোষ চন্দ্র ঘোষ, উপজেলা সম্পাদক সুভাষ কুমার দাস, পৌর কমিটির সভাপতি বাবু বিপ্লব কুমার কুন্ডু ও সম্পাদক জীবন কৃষ্ণ সরকার (বাপ্পী)সহ উপজেলার বিভিন্ন মন্দিরের পুরোহিত ও ভক্তবৃন্দরা।