প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ৪:২১
চট্টগ্রামে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার রাতের দিকে ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে মো. শাহীন (২৫) খুলশী থানার ওয়ার্লেস কলোনির মো. শাহাবুদ্দীনের ছেলে ও মো. সুমন (৩৫) একই এলাকার মো. মোতাচ্ছেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় এবং অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো শাহীন ও সুমন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।