প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২:২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে ইনভেষ্টম্যান কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায় কর্মসূচী উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউ এফ পি) সহযোগিতায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।
এসময় জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা ইতি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, আয়মা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, এনডিপির ট্রেনিং ম্যানেজার মঞ্জু শ্রী দাস, আলী আহসান ও জাহিদ কামালসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব,সাংবাদিক ও আইসিভিজিডি প্রকল্পের সুবিধাভোগীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে আইসিভিজিডি প্রকল্পের সুবিধাভোগী ৪ জনের হাতে নগদ সহায়তা প্রদানের কার্ড প্রদান করা হয়।