প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২২:১১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে দোকান সহ একটি বাড়ী পুড়ে গেছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারের মমিনুর রহমানের ওয়ার্কশপে আগুন লাগে। আগুনে প্রায় ৯০ হাত লম্বা একটি টিনের ঘর পুড়ে যায়। ঘরটিতে ওয়ার্কশপ ছাড়াও যন্ত্রাংশের দোকান, একটি অটো রিকশা ও একটি নছিমন ছিল। যা আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী খাদেমুল জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে মমিনুরের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার আরম্ভ করে বাড়ির লোকজন। মূহুর্তেই আগুন দোকান ও বাড়ির চারদিকে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়। পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দোকান মালিক মমিনুর রহমান মারাত্মক ভাবে দগ্ধ হন। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।