প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ৪:১২
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বরিশাল নগরীর করীম কুটিরস্থ পানিসম্পদ প্রতিমন্ত্রী'র বাস ভবনে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সভাপতিত্বে শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এম.পি।
শনিবার (২১ আগস্ট) বিকেল ৫ টায় অনুষ্ঠিত দোয়া মিলাদ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী ৭৫এর ঘাতকরা হাজার বছেরর শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে দেশে আ'লীগের রাজনীতি বন্ধ করে দিতে চেয়েছিল। তাতে ব্যর্থ হয়ে ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল ঘাতকরা। তবে আল্লাহর রহমাতে তিনি বেঁচে যান। আজ তিনি (প্রধানমন্ত্রী) বেঁচে আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মন্ত্রী এ সময় সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের আহবান জানান এবং গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।
দোয়া মিলাদে উপস্থিত ছিলেন মহানগর আ'লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, বিসিসি'র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির বিস্বাস, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার,২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা সুলতান মাহামুদ হাওলাদার, ২০নং ওয়ার্ড আ'লীগের সাবেক সভাপতি মনিবুর রহমান, ২৩নং ওয়ার্ড আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.আক্তার হোসেন রিপন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, শায়েস্তাবাদ ইউনিয়ন আ'লীগের সভাপতি মো:মামুন তালুকদার, চন্দ্রমোহন ইউনিয়ন আ'লীগের সভাপতি মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ, মহানগর যুবলীগের নেতা আতিকসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।