প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০:৪৯
বরিশালে বর্তমান পরিস্থিতি নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আজ শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর কালীবাড়ি রোড সেরনিয়াবাত ভবনে সংবাদ সম্মেলন আহবান করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত: গত বুধবার (১৮ আগস্ট) শোক দিবসের ব্যানার অপসারণ করা নিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আ.লীগ নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় বুধবার বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমান এবং পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় আজ শনিবার দুপুর পর্যন্ত ২২জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।