প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ২০:২৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইন ইয়াবা, ফেনসিডিল ও স্কাফ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলায় শনিবার আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।শুক্রবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী গ্রামে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (৪০) কে ৩০০ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল ও ৯ বোতল স্কাফ সিরাপ সহ আটক করা হয়। আটক আব্দুল হামিদ নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে।
অপরদিকে আরেক অভিযানে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আরাজী পাইকডাঙ্গা গ্রাম থেকে দুই যুবককে আটক করে পুলিশ। আটক ওই দুই যুবকের নাম সামিউল ইসলাম ওরফে সানি ব্যাপারী (২৫) ও আরিফুল ইসলাম (২৫)। তারা ভূরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে বাসিন্দা। তাদের নিকট থেকে পুলিশ ১ দশমিক ৭ গ্রাম হেরোইন ও ২ পিস ইয়াবা উদ্ধার করে।ভূরুঙ্গামারী থানার ওসি (চলতি দায়িত্ব ) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।