প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ২১:৫৮
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (২৩) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে হিলি-জয়পুরহাট সড়কের ভীমপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত মাসুদ রানা দিনাজপুর সদর উলিপুর গ্রামের মাকসুদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান,জয়পুরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক ভীমপুর নামকস্থানে পৌছিলে হিলি থেকে জয়পুরহাট দিকে যাওয়া মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে করে মটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়।এসময় ট্রাকে ডাইভার ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।