
বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে বিজিবির ত্রাণ বিতরণ

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ৪:১
শেয়ার করুনঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শতাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।
রোববার ১৫ আগষ্ট সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা ও ময়দান বিওপি এবং নাগেশ্বরী উপজেলা দই খাওয়ার চর, কেদার ও মাদারগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ, চিনি ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় পণ্য।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিজিবির উদ্যোগে সারা দেশে ত্রাণ সামগ্রী বিতরণ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।


