প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ২:০
মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সফল প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপের নির্দেশনায় ডাসার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কাজী সবুজের ভাই ইতালী প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কাজী মেজবাউল ইসলাম সান্টুর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ওই ইউনিয়নের প্রায় ১০ হাজার লোকজনের মাঝে রান্নাকরা খাবার বিতরন করা হয়েছে।
আজ রোববার দুপুরে ইউনিয়নের পশ্চিম কোমলাপুর, পূর্ব কোমলাপুর, আইসার, খিলগ্রাম, দর্শনা ও ডাসারসহ বেশ কয়েকটি স্থানে এ খাবার রান্না করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি দোয়া ও তাদের রুহের মাগফেরাত কামনা শেষে, করোনা কালিন সময় উক্ত ইউনিয়নের অসহায়, দুস্থ ও হতদরিদ্রের মাঝে এ খাবার বিতরন করা হয়।