প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০:৮
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠন এবং প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পোষ্টার, ব্যানার, বিলবোর্ড ও তোড়ন নির্মাণ করা হয়েছে। জাতীয় শোক দিবসকে সামনে রেখে বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলার বিভিন্নস্থানে শোভা পাচ্ছে হাজার হাজার পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও বিশালাকৃতির শোকের তোড়ন। শোকের মাস আগস্টের শুরুতেই ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মধ্যকার প্রতিটি বাসষ্ট্যান্ডে স্ব-স্ব এলাকার দলীয় নেতাকর্মীদের উদ্যোগে নির্মাণ করা হয়েছে বিশালাকৃতির শোকের তোড়ন। সবমিলিয়ে বরিশাল এখন শোকের নগরী ও জেলায় পরিণত হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রবেশদ্বারে লাল কালো রঙের ব্যানারে শোভা পাচ্ছে শহীদদের চিত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশালাকৃতির ছবির পাশে রয়েছে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর দাদা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছবি। এরপর একে একে সকল শহীদদের মুখায়ব। এছাড়া বরিশাল জেলা পরিষদের প্রবেশ পথে নির্মাণ করা হয়েছে শোকের তোড়ন। প্রতিটি তোড়নে রয়েছে সকল শহীদদের মুখায়ব।
নগরীর নাজিরের পোল এলাকায় প্রতিবছরের ন্যায় এবারও নগরীর ৭নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের উদ্যোগে নানা শৈল্পিক কারুকাজে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িটির অবয়ব ফুঁটিয়ে তোলা হয়েছে। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ সড়কে দলীয় নেতৃবৃন্দের উদ্যোগে অসংখ্য তোড়ন নির্মাণ করা হয়েছে। কালো রঙের এসব তোড়ন, ব্যানার ও ফেস্টুনে রক্তের লাল রঙ দিয়ে নানা আবেগী লেখা দিয়ে শোক প্রকাশ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেন, নগরীসহ গোটা জেলাজুড়ে টানানো ১৫ আগস্টের ব্যানার, পোষ্টার, ফেস্টুন। এছাড়া বিভিন্ন স্থানে নির্মিত তোড়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নৃশংস ও ভয়ঙ্কর দিনটির কথা শ্রদ্ধার সাথে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে।