প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০:৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় কারখানায় যাওয়ার পথে বাড়ইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন, ময়মনসিংহের ফুলপুর থানার হাবিবুর রহমানের ছেলে হুমায়ুন আহমেদ (৩০)। নিহত হুমায়ুন চন্দ্রা একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, সকালে ওই শ্রমিক সাইকেল নিয়ে কারখানায় যাওয়ার জন্য বের হন। বাড়ইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি মীর গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন ।