প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ২৩:৩৩
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় নির্দেশে সাভারের আশুলিয়ায় ব্যারিস্টার মোঃ ইমাম হাসান ভূঁইয়ার উদ্যোগে অসহায় ও দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে আশুলিয়ার গাজিরচট আলিয়া মাদ্রাসার মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় তিনি তিনশত পরিবারের মাঝে মাস্কসহ চাল, ডাল, আলু, পিয়াজ, লবন ও তৈল বিতরণ করা হয়।
ব্যারিস্টার ইমাম হাসান ভূইয়া বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ হচ্ছে মানবিক যুবলীগ আর এই মানবিকতায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনানুযায়ী করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকেই আমি মানুষকে সচেতন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও বার্তা প্রদান, সচেতনতা মূলক সভা-সেমিনার আয়োজন, অনলাইন টকশো, মসজিদে-মসজিদে মাইকিং করে আসছি।
এছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ, দরিদ্র মানুষের বাড়ীতে-বাড়ীতে খাবার পৌঁছে দেয়া, পিসিআর ল্যাব স্থাপন, করোনায় মৃত লাশ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া, ভ্যাকসিন সম্পর্কে সকলকে সচেতন করে তোলাসহ বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি আর বলেন,আমি আমার নিজের ল'চেম্বারকে একটি ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্টে রূপান্তরিত করেছি।
এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) তিনশত পরিবারের মাঝে আমার নিজস্ব অর্থায়নে ৫দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশে যতদিন এই মহামারী করোনা ভাইরাস থাকবে ততদিন এই আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, গ্রামের ময় মুরব্বি সহ বিশিষ্ট সমাজ সেবক এমারোত হোসেন ভূঁইয়া আউয়াল ভূঁইয়া এবং আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী সহ বিভিন্ন ধরনের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া।
এই সময় ত্রাণ বিতরণ শেষে ইমামের মাধ্যমে দেশবাসীর জন্য দোয়া ও (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবোর রহমান সহ তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান।