প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ২১:২৯
স্বেচ্ছাশ্রমে বাড়িবাড়ি গিয়ে গণটিকার নিবন্ধন করে দিচ্ছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস ভূরুঙ্গামারী শাখা। গত রোববার থেকে সংগঠনটি টিকা নিবন্ধন কর্মসূচী শুরু করে। সংগঠনটিস্বেচ্ছাশ্রমে এ পর্যন্ত প্রায় চার শতাধিক মানুষকে নিবন্ধন করে দিয়েছে । যা আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে।
জয়মনিরহাট ইউনিয়নের আমিনুল হক ও আলো মনি জানান, ‘বাড়িতে এসে বিনা পয়সায় টিকার নিবন্ধন করে দেয়ায় আমাদেরকে ইউনিয়ন পরিষদ বা কম্পিউটারের দোকানে যেতে হচ্ছে না। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে।' গ্রীন ভয়েস ভূরুঙ্গামারী শাখার টিম লিডার শামীম রানা জানান, ‘গ্রামের মানুষ নিবন্ধন প্রক্রিয়াকে ঝামেলা মনে করে। গ্রীন ভয়েস বাড়িবাড়ি গিয়ে বিনা পয়সায় তাদের নিবন্ধন করে গণটিকা গ্রহণে উদ্বুদ্ধ করছে। নিবন্ধন কার্যক্রম মোট ১৫ দিন চলবে।'