প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০:১৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
“এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে একক ঋণ- উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনাকালীন ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১০ টার দিকে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এ ঋণ প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী ঘোষিত করোনাকালীন ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে ঘুরে দাড়াবার জন্য প্রনোদনা ঋণের আওতায় উপজেলার ১ লাখ করে ১৫ ও ৫০ হাজার করে ১২জন উদ্যোক্তার মাঝে সর্ব মোট ২১ লাখ টাকার ঋণ প্রদান করা হয়।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে চেক প্রদান করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান। এছাড়াও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাঙ্গাবালী রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, রাঙ্গাবালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।