প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ২১:৫২
শরীয়তপুরের জাজিরার লাউখোলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট টানা দের ঘন্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে । সোমবার ৯ আগষ্ট রাত ১.৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে গেছে ৫ ব্যবসায়ী।অগ্নিকাণ্ডে, ঔষুধের ফার্মেসি, ফার্নিচার এর দোকান, লুঙ্গি দোকান, মুদি ও মনোহারী দোকান সহ প্রায় ৫ টি দোকান ঘর পুড়ে যায়। এতে করে প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে দোকান মালিক নাসির ডাক্তার জানান পুড়ে যাওয়া ৫ টি দোকানেই আমার নিজের, আমি দুটি দোকানে নিজের ফার্মেসি ব্যবসার জন্য পরিচালনা করি আর বাকি ৩ টি দোকান ভাড়া দিয়েছিলাম। আমার ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এবিষয়ে বাকি দোকানিরা বলেন আমরা এখানে ফার্নিচার ও লুঙ্গি কাপড়েরের ব্যবসা করতাম, আগুনে আমাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার শামিম রেজা জানান, আমরা রাত ১.৩০ টার সময় খবর পাই যে, জাজিরার লাউখোলা বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সাথে-সাথে ঘটনাস্থলে চলে আসি এবং প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালানোর পর আমারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও জানান, সব মিলিয়ে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা এসে প্রায় ৩১লক্ষ ৫০ হাজার টাকার মালামাল অক্ষত উদ্ধার করি। তিনি আরো বলেন আগুন লাগার কারন হিসেবে এখনো আমরা নিশ্চিত নই তবে প্রাথমিক ভাবে ধারনা করছি কয়েলের আগুন থেকে এর সুত্রপাত হতে পারে ।
এবিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান ভূইঁয়া বলেন, আমরা অগ্নিকান্ডের খবর পেয়েছি এবং আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্থদেরকে আর্থিক সহায়তা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।