প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ৩:২৬
বরিশালে করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর খবর পেয়ে মায়েরও মৃত্যু হয়েছে। আগৈলঝাড়ায় উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন ওই গ্রামের দুলাল মল্লিকের স্ত্রী সুফিয়া বেগম ও শারীরিক প্রতিবন্ধী ছেলে মিজান মল্লিক।
নিহতদের স্বজনসূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে মিজানের শ্বাসকষ্ট শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়।
তারা আরও জানান, রাত ২টার আগ দিয়ে মিজানের মরদেহ বাড়িতে নেয়ার পর তার মৃত্যুর খবর জানতে পারেন সুফিয়া বেগম। তার নিজেরও করোনা উপসর্গ ছিল। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর রাত ২টার দিকে মারা যান সুফিয়া।
মিজানের স্বজন নান্না মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে কয়েকদিন আগে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন মিজানের বাবা ও ভাই। তারা সুস্থ হলেও মিজান ও তার মা সুফিয়া করোনা উপসর্গ নিয়ে বাড়িতেই ছিলেন। শুক্রবার মিজানের মৃত্যুর পর সেই খবর শুনে তার মায়েরও মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাফিজুর রহমান দিপু জানান, রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসার পর মিজানের রক্তচাপ ও অক্সিজেন লেভেল কম ছিল। অক্সিজেন সরবরাহ করা হলেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মিজানের পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে জানাজা শেষে মা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।