প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ১:৩৬
নওগাঁর ধামইরহাটের ঐতিহাসিক ঘুকসী খাড়ীর দুই পাশে বিরল প্রজাতির ১৫ হাজার বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলার আড়ানগর ইউয়িনের অন্তর্গত সিঙ্গারুল থেকে বংশীপুর পর্যন্ত ঘুকসী খাড়ীর দুই পাশে মেহগনি,জাম,জারুল,হিজল,আকাশমনি,কদম,জারুল,পিতালীসহ বিভিন্ন বিরল প্রজাতির ফলজ,বনজ এবং ঔষধি গাছের চারা রোপন করা হয়। এ চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল নির্বাহী অফিসার গনপতি রায়,উপজেলা বনবিট কর্মকর্তা মো.আব্দুল মান্নান,
আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহজাহান আলী কমল,ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবু রায়হান প্রমুখ।