দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য হেরোইনসহ দুই জন যুবককে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট)বিকেলে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন এর বাওনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার মৃত মান্নান শেখ এর ছেলে রনি শেখ (২৮) ও আলিহাট ইউনিয়নের রিকাবী চকচকা গ্রামের তারা মিয়ার ছেলে রিপন মিয়া (২৫)।হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ রাত্রি ১০ ঘটিকায় প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে মাদক চোরাচালান ব্যবসা করে আসছিল পেশাদার মাদক ব্যবসায়ি রিপন মিয়া।বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদে জানতে পারি, উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা বাজার এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বাওনা বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন ও রনি দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে তাদের দেহ তল্লাশি করে ১৫(পনের) গ্রাম হেরোইন, মাদক বেচাকেনার নগদ১৫০০০ (পনের) হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।উল্লেখঃ একই দিন বৃহস্পতিবার(৫আগষ্ট) সকাল আটটায় থানার দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্রি) এলাকায় অভিযান চালিয়ে ৮৩ গ্রাম হেরোইন ১১০০ পিচ ইয়াবাসহ একই পরিবারের (মা, মেয়ে, ও ছেলে) কে আটক করেছে পুলিশ।