প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ২:০
দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগষ্ট) দুপুরে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ানের নরহরিপুর গ্রামের এই ঘটনা ঘটে। নিহত শিশু নিহাদ ওই গ্রামের মৃত: নুরুজ্জামান হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান।
স্হানীয়দের বরাত দিয়ে পুলিশ জমজ দুই ভাই নিহাদ ও নিশাত পরিবারের সদস্যদের অজান্তে গ্রামের অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে নিশাত ও অন্যান্য শিশুরা উঠে পড়লেও নিহাদ নিখোঁজ হয়।
পরে নিহাদ না ওঠায় শিশুদের চিৎকারে প্রতিবেশিরা পুকুর থেকে নিহাদকে উদ্ধার করে। তাৎক্ষণিক ভাবে নিহাদকে পার্শ্ববর্তী বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান মুঠোফোনে বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনা স্হলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।