প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ১৭:১০
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশের অভিযানে ৯৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।৩ আগষ্ট সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই আল আমিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৯৩০ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের অলি আহমদের ছেলে রবিউল আলম(২২) কে আটক করতে সক্ষম হয়।
উদ্ধার করা ইয়াবার মুল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এমনটাই নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।