বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুরাতন স্টেশনস্থ পাকা সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযানে গ্রেফতার করা ব্যক্তির হেফাজতে রাখা ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বশির আহমদ (৩৭) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নাদের পাড়ার মনছুর আলীর ছেলে।আটক অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম।এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।