প্রকাশ: ১ আগস্ট ২০২১, ১৭:৫৩
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ মিলন আকন্দ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি'র রামুর ৩০ ব্যাটালিয়ন।
শনিবার দুপুরে মরিচ্যা চেকপোস্টে বগুড়া গামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিজিবি'র রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক ইব্রাহীম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বগুড়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে আলু নিয়ে আসা একটি ট্রাক ফিরতি পথে বিপুল পরিমাণ ইয়াবা বগুড়ায় পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ টাকা।এসময় একটি ট্রাক জব্দ করেন।যার নং- ঢাকা মেট্টে ট-২৪-১৬৯৬।
আটক আসামী ও ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।