প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১:১০
বহুবছরের স্বপ্ন বাস্তবে রুপান্তরিত হল ডাসার বাসির।বাংলার মানচিত্রে নতুন করে যুক্ত হল ডাসার উপজেলা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ উপজেলা ঘোষনা করার সংবাদ মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।এদিকে প্রতিক্ষায় থাকা ডাসারবাসি ঘোষনার সংবাদ শুনে আনন্দ মিছিল করেন আ.লীগ। এসময় উপস্থিত জনসাধারনের মাঝে মিস্টি বিতরন করা হয়।
ডাসার থানা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ডাসারবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ডাসার থানাকে উপজেলা ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে ডাসার থানাকে উপজেলা ঘোষণা করায় এক বিবৃতিতে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন,' আজকের নিকার সভায় মাননীয় প্রধানমন্ত্রী ডাসার থানাকে উপজেলা সৃষ্টির অনুমোদন দিয়েছেন।এছাড়াও মাদারীপুর জেলাকে 'সি' গ্রেড থেকে 'বি' গ্রেডের মর্যাদা দিয়েছেন। দুইটি জিনিসই আমার স্বপ্ন ছিলো।তিনি আমাদের দীর্ঘদিনের এই কর্ম ও প্রচেষ্টাকে বাস্তবে রুপ দিয়েছে।বর্ষ সেরা দুইটি উপহার দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই'
এসময় আরো উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন,সুধীসমাজ,রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ।এর আগে গত ২০১৩ সালে কালকিনি উপজেলার ডাসার,কাজী বাকাই, বালিগ্রাম , নবগ্রাম ও গোপালপুর ইউনিয়নকে নিয়ে ডাসারকে থানা হিসেবে ঘোষনা করা হয়।